প্রতি মাসে নিজের বেতনের ৩০ শতাংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত রাষ্ট্রপতির

করোনা মোকাবিলায় সামিল হতে ফের একবার এগিয়ে এলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এখন থেকে আগামী একবছর প্রতি মাসে নিজের বেতনের ৩০ শতাংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখ্য, এমন মানবিক সিদ্ধান্ত এই প্রথম নয়। এর আগে তিনি মার্চ মাসের পুরো বেতনই প্রধানমন্ত্রীর এই তহবিলে দান করেছিলেন রামনাথ কোবিন্দ।

Previous articleকরোনার জের: ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে গুলাবো সিতাবো
Next articleস্যুটকেসের উপর ঘুমন্ত শিশু, দড়ি দিয়ে টেনে পথ হেঁটে ফিরছেন মা