সোমবার থেকে আধ ঘণ্টা অন্তর সরকারি বাস

সোমবার থেকে আরও বেশি সরকারি বাস চলবে, জানিয়ে দিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি আধা ঘণ্টা অন্তর সরকারি বাস চলবে। কলকাতায় এই মুহূর্তে ১৫টি রুটে সরকারি বাস চলছে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা অবধি এই বাস চলবে। বেসরকারি বাসের অতিরিক্ত ভাড়ার অনুমোদন সরকার দিচ্ছে না, সাফ জানিয়েছেন মন্ত্রী। পরিবহন দফতর সরকারি বাসের রুট বাড়ানোর কথা ভাবছে। তবে বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। কনটেইনমেন্ট জোন ছাড়া পরিষেবা আরও বাড়বে। কলকাতাসহ সব জেলাতেই এই নিয়ম চালু হবে। ট্রাম ও ফেরি পরিষেবা চালু করা হবে শীঘ্রই। সোমবার থেকে রাস্তায় এক হাজারের বেশি ওলা, উবের ক্যাব থাকবে। থাকবে ট্যাক্সিও, জানালেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Previous articleট্যাক্সিতে অতিরিক্ত ভাড়া নয়, সাফ জানিয়ে দিলেন শুভেন্দু
Next articleভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’