আরও বেশি সংখ্যক সরকারি সংস্থা সংযুক্তিকরণ বা বেসরকারিকরণ হবে

‘আত্মনির্ভর ভারত’ আর্থিক প্যাকেজে পঞ্চম তথা শেষ দফায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা :

সরকারি ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হচ্ছে৷
আরও বেশি সংখ্যক সরকারি সংস্থা সংযুক্তিকরণ করা হবে৷
সরকারি ক্ষেত্রসমূহকে বেসরকারিকরণের পথে যেতেও অনুমতি দেওয়া হবে৷ তার আগে ‘স্ট্র্যাটেজিক সেক্টর’-এর তালিকা তৈরি করবে কেন্দ্র৷ সেই তালিকা ধরেই বেসরকারিকরণ বা সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে কোনও অবস্থাতেই ৪টি’র বেশি সংস্থা সংযুক্ত হবে না ৷

Previous articleআত্মনির্ভর ভারত অভিযান: শেষ দিনে প্যাকেজের ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী
Next articleলক্ষাধিক টাকা ভাড়া নিয়েও মাঝরাস্তায় এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেলে পালাল ট্রাক!