Saturday, January 10, 2026

“ব্যাগ হাতে আসুন একা, সবজি বাজারে লাগবে না টাকা”! যাদবপুরে বামেদের অভিনব কর্মসূচি

Date:

Share post:

“Red zone নয়,

লাল zone,

বিনামূল্যে সবজি বিতরণ
লালেলাল যাদবপুরে
ব্যাগ হাতে চলে আসুন নিশ্চিন্তে, তবে একা,
আমাদের সবজি বাজারে লাগবে না টাকা!!”

করোনা মোকাবিলায় লকডাউনে এক অভূতপূর্ব উদ্যোগ। আজ, সোমবার CPI(M) যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে সবজি বাজার বসেছিল রিজেন্ট এস্টেট অঞ্চলে। লকডাউনে সরকারি নির্দেশিকা মেনেই ভোর ভোর বসেছিল এই বিশেষ বাজার। যেখানে মানুষ পেলেন ব্যাগ ভর্তি সবজি, কিন্তু লাগলো না কোনও টাকা। সম্পূর্ণ বিনামূল্যে।

সোমবার সকাল ৫.৩০ টা থেকে স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সিপিএম কর্মীরা ছিলেন রাস্তায়! মূল উদ্যোক্তা সেই সুদীপ সেনগুপ্ত। এর আগেও লকডাউনে গরিব-অসহায় মানুষের জন্য সুদীপবাবুর একের পর এক জনদরদী কর্মসূচি প্রচুর মানুষের প্রশংসা কুড়িয়েছে। দু’হাত তুলে মানুষ আশীর্বাদ করেছেন স্থানীয় সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত ও তাঁর সহযোদ্ধাদের। সেই জনদরদী কর্মসূচির অঙ্গ হিসেবে একদা বামেদের ঘাঁটি বলে পরিচিত যাদবপুরে বসেছিল বিনামূল্যে সবজির বাজার। যাঁদের কেনার ক্ষমতা নেই, এলাকার এমন প্রচুর মানুষ সিপিএমের এই সবজি বিতরণ কর্মসূচিতে উপকৃত হলেন। হাতে ব্যাগ ভর্তি টাটকা সবজি পেয়ে তাঁরা দারুণ খুশি। এই কর্মসূচিতে হাজির ছিলেন যাদবপুরের সিপিএম বিধায়ক তথা বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

উত্তর ২৪ বাদুড়িয়া থেকে সিপিএম কর্মী তসলিমের নেতৃত্বে সবজি এসেছিল রাত তিনটের সময়। সকাল থেকে সেই সবজি ওজন করা, সাজানো, অঞ্চল টাকে লাল ঝান্ডা দিয়ে ভরিয়ে দেওয়া, একেক জন একেকটি টেবিলের দায়িত্ব নিয়ে নেওয়া, অর্থাৎ সামাজিক দূরুত্ব বিধি মেনেই মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদেরকে সবজি বিতরণ করলেন সুদীপবাবুরা। যা সত্যি অভূতপূর্ব।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...