বুধবার বিকেল বা সন্ধেয় আছড়ে পড়বে আমফান: হাওয়া অফিস

ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। বুধবার বিকেল বা সন্ধের মধ্যে সেটি আছড়ে পড়বে দিঘা-হাতিয়ার মধ্যভাগে স্থলভাগের উপর। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হওয়ার আশঙ্কা। উপকূলে ঢেউয়ের উচ্চতা হতে পারে ১৮ ফুট পর্যন্ত। প্রায় ২৪ ঘণ্টা আমফানের উপর নজর রেখেছেন আবহাওয়া দফতরের কর্মীরা। ২১ মে-এর পর থেকে বিপদ কেটে যাবে বলে আশা আবহাওয়া দফতরের।

Previous articleবরখাস্ত বা বেতন কাটার অধিকার দিলেন মোদি-শাহ, কণাদ দাশগুপ্তর কলম
Next articleসুপার সাইক্লোন : মুখ্যমন্ত্রীকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী