আমফান : ওসিদের সঙ্গে বৈঠক করলেন অনুজ শর্মা

আমফানের জেরে কলকাতায় প্রবল ঝড়-বৃষ্টি হবে। ইতিমধ্যে কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বুধবার ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। ফলে পুরনো বাড়ি, গাছ, বিদ্যুতের খুঁটি, টেলিফোনের খুঁটি, কিংবা মোবাইল টাওয়ার উপড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা মহানগরের প্রত্যেকটি থানার ওসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। বুধবারে প্রবল ঝড়ের কথা মাথায় রেখে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে প্রস্তুত থাকতে বলেছেন। প্রত্যেকটি জোনে এই টিমকে ভাগ করে দিয়েছেন। কোথাও গাছ বা খুঁটি উপড়ে পড়লে দ্রুত তা কেটে সরিয়ে ফেলার জন্যই মূলত ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থাকবে। এছাড়া প্রবল বৃষ্টির কারণে প্রচুর জল জমলে পুরসভার সঙ্গে যোগাযোগ রেখে সেই জল পাম্প করে বের করা হবে। কেউ জলে আটকে পড়লে উদ্ধার করার দিকেও নজর রাখা হবে। সব মিলিয়ে তৈরি কলকাতা পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।

Previous articleদোতলা বাড়ির চাইতেও উঁচু ঢেউ!
Next articleজয়েন্ট এন্ট্রান্স মেনের আবেদনের মেয়াদ বাড়ল