সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে চুঁচুড়ায় তৃণমূল মহিলা কংগ্রেসের মোবাইল ব্লাড ব্যাঙ্ক

প্রতি বছরই গরমে রক্তের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়। করোনার জন্য এবার পরিস্থিতি আরও খারাপ। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে বিভিন্ন সংগঠন রক্তদান শিবির আয়োজন করতে পারেনি। বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে অত্যাধুনিক মোবাইল ব্লাড গাড়ির ব্যবস্থা করা হয়েছে। যেখানে ৩০ থেকে ৪০ জনের মতো দাতা সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে রক্ত দিতে পারবেন।

রাজ্য সরকারের সেই মোবাইল ব্লাড পরিষেবাকে কাজে লাগিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছিল হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। চুঁচুড়া ঘড়ির মোড়ে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রমুখ।

এই প্রথম হুগলি জেলায় মোবাইল ব্লাড ব্যাঙ্ক আয়োজন করা হয়েছে। যেখানে রক্ত দিয়েছেন ৪০ জন দাতা।

Previous articleকরোনা তথ্য, মঙ্গলবার সকালে
Next articleফের জোড়া দুর্ঘটনায় নিহত ৭ পরিযায়ী শ্রমিক