ফণি’ ছিল আরও মারাত্মক : মহাপাত্র

আয়লা, বুলবুল, ফনি আর এবার আমফান।

কে বেশি মারাত্মক?
ভারতের মৌসম দফতর আইএমডির ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, আমফানের ভয়াবহতা ‘ফণি’র চেয়ে কম হবে তবে ‘বুলবুল’-এর চাইতে অনেক বেশি মারত্মক।

ঠিক কোন এলাকায় পড়বে?
দিঘা আর হাতিয়ার মাঝে পড়বে। তবে উপকূলের ১০০ কিলোমিটারের কাছে আমফান চলে এলে নির্দিষ্টভাবে বলা যাবে ঠিক কোন জায়গায় আমফান হামলা চালাবে। সাধারণভাবে সাইক্লোনের ডায়ামিটার থাকে ৫০০কিলোমিটার। তবে মূল অভিঘাত থাকে ১০০ কিলোমিটার বৃত্ত জুড়ে। তাই ওড়িশার জগতসিংপুর, কেন্দাপাড়া, ভদ্রক আর বালাসোর লণ্ডভণ্ড হবে আমফানে।

Previous article‘আমফান ’-এর প্রভাব শুরু দিঘায় , প্রবল বৃষ্টির সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া
Next articleব্রেকফাস্ট নিউজ