টলিপাড়ায় আশার আলো: ক্লিন এরিয়ায় আউটডোর শুটিং-এর অনুমতি নবান্নের

লকডাউনের মধ্যেও টলিপাড়ায় খুশির খবর। রাজ্যের কিছু কিছু জায়গায় মিলল আউটডোর শুটিং-এর অনুমতি। লকডাউনের চতুর্থ পর্যায় কোন কোন বিষয়ে ছাড় থাকবে তা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রেড ও অরেঞ্জ জোনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: এ, বি এবং সি। সি অর্থাৎ ক্লিন এরিয়াতে অনেক কিছুই খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেইমতো সি এরিয়াতে সিনেমা, সিরিয়াল, তথ্যচিত্র- এই ধরনের আউটডোর শুটিং করা যাবে বলে অনুমতি দিয়েছে নবান্ন। তবে সে ক্ষেত্রে যথাসম্ভব সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। কম সংখ্যক লোক নিয়ে কাজ করতে হবে। যথাসম্ভব মাস্ক এবং গ্লাভস ব্যবহার করতে হবে। এই খবরে স্বভাবতই আশার আলো দেখছেন বাংলার সিনেমা- সিরিয়াল জগতের মানুষ। ঘোষিত লকডাউনের আগে থেকেই টলিপাড়ায় বন্ধ শুটিং। কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় আউটডোর শুটিং। ফিরে আসতে হয় অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীদের। তারপর থেকে কার্যত আর কোনও কাজ নেই টলিপাড়ায়। এই পরিস্থিতিতে চিন্তার মেঘ রুপোলি পর্দার আকাশে। আউট শুটিংয়ের অনুমতি মেলায় কিছুটা আশার আলো দেখছেন সবাই।

Previous articleবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা অতিক্রম করলো ৫০ লক্ষ
Next articleরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ালো