আমফানে ছিটকে গিয়ে দুর্ঘটনা এড়াতে ট্রেনের চাকা শিকলে বাঁধা

ঘূর্ণিঝড় আমফানের ধাক্কায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি ছিটকে গিয়ে যাতে ভয়ঙ্কর দুর্ঘটনা না ঘটে সেজন্য আগাম সতর্কতা নিল রেল দফতর। রাজ্যের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলির চাকা মোটা মোটা শিকল দিয়ে বেঁধে রেখেছেন রেলকর্মীরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় আমফানের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ধাক্কায় যাতে ট্রেন ছিটকে না যায় সেজন্য কামরাগুলির চাকা বেঁধে ফেলা হয়েছে। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা ডিভিশনের বহু স্টেশনে এই ছবি। সেইসঙ্গে বাতিল করা হয়েছে বুধবারের আপ এসি স্পেশাল এক্সপ্রেস ও বৃহস্পতিবারের ডাউন এসি স্পেশাল এক্সপ্রেস ট্রেনও।

ট্রেনের চাকা শিকল দিয়ে বাঁধার বিষয়ে রেল কর্তৃপক্ষের ব্যাখ্যা, দাঁড়িয়ে থাকা ‌ট্রেনগুলি ঝড়ের দাপটে কোনও কারণে নিজের অবস্থান থেকে সরে গেলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। তাই আগাম সতর্কতা হিসাবে ট্রেনের চাকাগুলি বেঁধে রাখা হয়েছে। তবে শুধু ঝড়ের ক্ষেত্রেই নয়, ট্রেন কোনও কারণে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হলে তার চাকা এভাবেই বেঁধে রাখা হয় বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।

Previous articleসামান্য বদল আমফানের, কলকাতার বিপদ সন্ধেয়
Next articleকাল ভোর পর্যন্ত বন্ধ দমদম বিমানবন্দর