আমফানের তাণ্ডবে ভুলবেন না মারণ করোনাকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১৩৫

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে কিছুটা ফোকাস নিশ্চয় ঘুরছে। কিন্তু ভুলকে চলবে না, ঠিক এই সময়কালে দেশে মারণ ভাইরাস করোনার দাপট সবচেয়ে বেশি। গত তিনদিনে যে হারে করোনার দাপট বেড়েছে, তা যথেষ্ট উৎকণ্ঠার।

রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৫ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৩৩২। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন করোনা রোগী। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৯৩। শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে এই তথ্য দেওয়া হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১,৮৪৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১,২২১।

Previous articleফোনে এপার বাংলার খোঁজ নিলেন হাসিনা, মমতা জানতে চাইলেন ওপার বাংলার পরিস্থিতি
Next articleনিজের কেন্দ্রেই ঢুকতে পারলেন না সাংসদ! জানেন তিনি কে!