কাকদ্বীপ থেকে ফিরে ফের মুখ্যমন্ত্রী : সঞ্জীবকে বলেছি, দ্রুত স্বাভাবিক করুন

শনিবার নবান্ন থেকে ফের মুখ্যমন্ত্রী মানুষকে ধৈর্য ধরতে বললেন, সংবাদমাধ্যমকে পাশে দাঁড়ানোর আবেদন জানালেন। মুখ্যমন্ত্রী বলেন, এত বড় দুর্যোগ একটু ধৈর্য তো রাখতেই হবে। সব মিলিয়ে ৬ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। সরকার সাধ্যমত কাজ করছে। এই সময় প্ররোচনা ছড়ানো ঠিক নয়। এখন সমালোচনার সময় নয়। এটা রাজনীতি করার সময় নয়। এখন ক্ষুদ্র রাজনীতি করবেন না। কেরলের দেখেছি এর আগে ঝড়ের সময় সংবাদমাধ্যম সরকারের পাশে দাঁড়িয়েছে। তাহলে এখানে নয় কেন? রাজ্য প্রশাসনের জেনারেটর সংগ্রহ করে কাজে লাগাচ্ছে। কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কারণে প্রশাসন ব্যস্ত ছিল। কাজ শুরু হয়েছে আজ থেকে। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলেছি স্বাভাবিক করতে হবে। এনডি আরএফকে নামানো হয়েছে। কলকাতায় ১২৫টি দল কাজ করছে।

Previous articleপরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় কোনও গাফিলতি নেই, শ্রীরামপুরে বললেন ফিরহাদ
Next articleউত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণেও অল্প-বিস্তর