ফের প্রাকৃতিক দুর্যোগ! সামনের সপ্তাহান্তে ভাসবে কলকাতা

বুধবার সুপার সাইক্লোন আমফানের জেরে তছনছ হয়ে গিয়েছে কলকাতা সহ বেশ কিছু জেলা। এখনও সেই দুর্যোগ কাটিয়ে উঠতে পারেনি রাজ্যবাসী। তার মধ্যে ফের প্রাকৃতিক দুর্যোগের কথা শোনালো আবহাওয়া দফতর।

পূর্বাভাস অনুযায়ী, সামনের সপ্তাহের শনি ও রবিবার দু’দিন কলকাতায় প্রবল ঝড় হবে সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি৷

সুপার সাইক্লোন আমফান যাওয়ার পর থেকেই তাপমাত্রার পারদ দ্রুত বাড়ছে৷ আর তার জেরেই স্থানীয়ভাবে নিম্নচাপ তৈরি হতে চলেছে। প্রাথমিকভাবে বুধবার হতে পারে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি৷ তবে এই নিম্নচাপের জেরে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে।

Previous articleকরোনায় আক্রান্ত বর্ষীয়ান বলিউড অভিনেতা কিরণ কুমার
Next article‘চিনের সীমান্তে ভারতীয় জওয়ানকে আটকে রাখা হয়নি’ কী বলছেন ভারতীয় সেনার মুখপাত্র