সিইএসসিকে ফিরহাদ : এনাফ ইজ এনাফ, টেম্পোরারি বিদ্যুৎ ফেরান

কলকাতা পুর প্রশাসক ফিরহাদ হাকিম সিইএসসিকে হাত জোড় করে বললেন, আরও লোক এনে দ্রুত বিদ্যুৎ আনুন। টেম্পোরারি লাইন দিয়ে আগে বিদ্যুৎ দিন। তারপরেই সুর চড়িয়ে বললেন, বিদ্যুৎ চাই। মানুষ কষ্টে আছেন।এটাই শেষ কথা।এনাফ ইজ এনাফ।

ফিরহাদের দাবি, সব বড় রাস্তায় গাছ কাটা হয়ে গিয়েছে। প্রায় সাড়ে ৫ হাজার গাছ পড়েছে। সবুজ ধ্বংস হয়েছে। এই সমস্যা মিটলে এর পরেই গাছ লাগানো নিয়ে বৈঠক করব। কোন গাছ লাগালে ঝড়ে পড়বে না তা দেখতে হবে। সবাই মিলে কাজ করছে। তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ২-৩ দিনে স্বাভাবিক হয়ে যাবে। ফিরহাদ ফের মনে করিয়ে দেন, কলকাতার ইতিহাসে কখনও একদিনে সাড়ে ৫ হাজার গাছ পড়েনি। তাই এখন রাজনীতি করার সময় নয়। আগে মানুষ বিদুৎ, জল পান, তারপর রাজনীতি করব।