আমফানের দাপটে পাটুলির ভাসমান বাজারে বিসর্জনের সুর

ডুবে গেল আদরের নৌকো, ভেসে গেল স্বপ্নের সাম্পান। আমফানের দাপটে নৌকোর পাটাতনের সঙ্গে ডুবে গেল ভবিষ্যতের স্বপ্ন। পাটুলির সাজানো বাজারে এক ঝটকায় বিসর্জনের সুর। বেশ কিছুদিন ধরেই বাজারের রক্ষণাবেক্ষণ নিয়ে অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ীরা। তবু বিকিকিনি চলছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটে আর টিকে থাকতে পারেনি নড়বড়ে খোলের উপর ছইয়ের বাজার। ফল, সবজির সঙ্গেই ডুবে গিয়েছে ব্যবসায়ীদের লাভের আশা। অনেকেই বাজার থেকে ঋণ নিয়ে ওখানে দোকান করেছিলেন। কিন্তু এখন সবকিছুই বিশবাঁও জলে। কবে আবার ভাঙা নৌকায় রঙের প্রলেপ পড়বে? কবে তাতে শুরু হবে স্বপ্নের বিকিকিনি? তা জানেন না কেউই। এখন শুধু ভাঙা নৌকোর পাটাতনে বসে দীর্ঘশ্বাস ফেলা।

Previous articleগণপরিবহণকে স্বাভাবিক করতে জুন থেকে আরও ৪৯টি রুটে চালু হতে চলেছে বাস পরিষেবা
Next articleভারতে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ, বিশেষ ভাবে সতর্ক করা হলো কলকাতাকে