গাছ সরিয়ে কলকাতার অবরুদ্ধ পথ পরিষ্কার করছে ওড়িশা’র বিপর্যয় মোকাবিলা টিম

কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডেই আমফানের ধাক্কায় উপড়ে গিয়েছে প্রায় শতাধিক গাছ৷ এর ফলে রাস্তা যেমন আটকেছে, তেমনই ছিঁড়েছে বিস্তীর্ণ এলাকার বিদ্যুতের তার৷ ফলে এখনও অন্ধকারে এই ওয়ার্ডের বহু এলাকা৷

গত তিনদিন ধরে এই ওয়ার্ডে কলকাতা পুরসভার কর্মীরা গাছ কাটা বা সরানোর চেষ্টা করলেও বহু গাছ পড়েই ছিলো৷ মঙ্গলবার এই এলাকার গোবিন্দ খটিক রোড, ক্রীস্টোফার রোড, শীল লেন, পুলিন খটিক রোডে গাছ কাটা ও সরানোর কাজে নামে ওড়িশা সরকারের পাঠানো ওই রাজ্যের দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ একদিনেই প্রায় সব উপড়ে যাওয়া গাছ সরিয়ে দিয়েছে ওড়িশার দল৷

 

Previous articleআমফান বিধ্বস্ত সুন্দরবনে ত্রাণ পৌঁছে দেবেন শিল্টন
Next articleখুলছে দেব সাহিত্য কুটির, হোম ডেলিভারিতে বইও