গাড়ি-রিনিউয়াল সংক্রান্ত সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্র

গাড়ি-রিনিউয়াল সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ালো কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে রিনিউয়াল ডকুমেন্টস সহ অন্যান্য ক্ষেত্রে তথ্য জমা দেওয়া বাকি থাকলেও গ্রাহকদের কোনও অতিরিক্ত চার্জ বা লেট ফাইন দিতে হবে না। এর আগে মন্ত্রকের তরফে এই সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল।

সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। মার্চ থেকে টানা লকডাউনের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক।

Previous articleবেসরকারি বাস চলাচল নিয়ে ফের আর্জি মালিক সংগঠনগুলির
Next articleমাধ্যমিকের নম্বর সংগ্রহের কাজ শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ