করোনা আবহের মধ্যেই ঠিক ১০০দিনের মাথায় মাঠে ফিরছে ঐতিহ্যবাহী ইংলিশ প্রিমিয়ার লিগ!

বিশ্বব্যাপী করোনা সঙ্কটের মধ্যেই ধীরে ধীরে ছন্দে ফিরতে চাইছে ইউরোপ। এক্ষেত্রে তারা খেলার মাঠকেই প্রাধান্য দিয়ে। বিখ্যাত জার্মান বুন্দেশ লিগা ফিরেছে গত ১৬ মে। ফরাসি লিগ তো আগেই মরশুম ইতি করেছে। তবে ইতালি-স্পেন-ইংল্যান্ড তাকিয়ে ছিল জার্মানির দিকেই। সেখানে ফুটবল ফিরল, কোনও সমস্যা ছাড়াই সপ্তাহ দুয়েক ধরে রমরমিয়ে ফুটবল চলছে জার্মান বুন্দেশ লিগায়। অন্য লিগগুলো দ্রুত ফেরার তোড়জোর চলছে।

স্পেনের লা লিগা আর ইতালির সিরি ‘আ’ অবশ্য এখনও ফেরার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি, তবে ঐতিহ্যবাহী ইংলিশ প্রিমিয়ার লিগ চালুর সিদ্ধান্তটা চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১৭ জুন আবার মাঠে ফিরছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগট। তবে শর্তসাপেক্ষে। মারণ করোনা ভাইরাসের কারণে গত ১৩ মার্চ স্থগিত হয়ে গিয়েছিল লিগ, ঠিক ১০০ দিন পর আবার তা ফিরছে মাঠে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ২৯তম সপ্তাহে যে চারটি দলের ম্যাচ বাকি ছিল, তাদের ম্যাচই হবে প্রথম দিনে। অর্থাৎ, ম্যান সিটির মুখোমুখি হবে আর্সেনাল, আর অ্যাস্টন ভিলা খেলবে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে। এরপর ১৯-২১ জুন হবে লিগের ৩০তম সপ্তাহের ম্যাচগুলো।

গত মার্চে লিগের পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ম্যান সিটির (৫৭ পয়েন্ট) চেয়ে এক ম্যাচ বেশি খেলে ২৫ পয়েন্ট এগিয়ে ছিল লিভারপুল। অ্যানফিল্ডের ক্লাবটির ৩০ বছরের লিগ শিরোপার আক্ষেপ ঘুচতে চলেছে!

সবকিছু অনুকূলে গেলে অবশ্য ২০ জুন ফেরার পর নিজেদের প্রথম ম্যাচেই শিরোপা উৎসব করতে পারে জুর্গেন ক্লপের লিভারপুল। সেদিন একই শহরের প্রতিদ্বন্দ্বী এভারটনের বিপক্ষে নামবেন সালাহ-মানেরা। তার আগে ১৭ জুন আর্সেনালের কাছে সিটি হেরে গেলে, আর ২০ জুন লিভারপুল এভারটনকে হারিয়ে দিলেই হলো! শিরোপা লিভারপুলের ঝুলিতে।

তবে একটাই আক্ষেপ থাকতে পারে লিভারপুলের, শিরোপা জয়ের সেলিব্রেশন করার জন্য মাঠে সমর্থকদের পাশে পাবেন না হেন্ডারসনরা। কারণ, ঐতিহ্যবাহী লিগ ফিরছে দর্শকশূন্য ময়দানে!

Previous articleআইডি হাসপাতালের কর্মী আবাসনেই একসঙ্গে ৭জন করোনা আক্রান্ত
Next articleএকদিনে কলকাতায় আক্রান্ত ৫৭, এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণে সর্বাধিক