অফিস খোলার ঘোষণায় চূড়ান্ত বিপাকে কর্মীরা

আট জুন থেকে সরকারি, বেসরকারি সব অফিস ১০০% কর্মী নিয়ে খুলবে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বিপাকে কর্মীরা। আশঙ্কা-

শহরতলীর ট্রেন, মেট্রো বন্ধ থাকলে যাতায়াত হবে কী করে?

যত সংখ্যক যাত্রী, সামাজিক দূরত্ব মেনে চললে অত যানবাহন মিলবে?

বাসে সব আসনে যাত্রী থাকলে অনিচ্ছাসত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে যাতায়াত করতে হবে।

শেয়ার ট্যাক্সি বা অটোর বাড়তি ভাড়া কে দেবে? কে নিয়ন্ত্রণ করবে?

কেউ অফিসে আসার পরে বিকেলে যদি যানবাহনের কারণে ফেরার পথে সমস্যা হয়, তখন কী হবে?

নারী, পুরুষ নির্বিশেষে কর্মীরা বিপন্ন বোধ করছেন। সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক, তাঁদের আর্জি।

Previous articleবিপর্যয়ে মানুষের পাশে না দাঁড়িয়ে গাছ পড়ার হিসেব কষছে বিরোধীরা, তোপ পার্থর
Next articleলকডাউনের মধ্যেই বাবরি ধ্বংস মামলায় সমন জারি আদবানি, যোশি সহ ৩২ জনের বিরুদ্ধে