আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার দুপুর থেকে এই বৈঠকের নিট রেজাল্ট আপাতত শূন্য। টি-২০ বিশ্বকাপের ভাগ্য ঝুলেই রইল। ১০ জুনের পর সিদ্ধান্ত হবে। তারচেয়ে বড় হয়ে দেখা দিল আইসিসির গোপন ইমেল সহ তথ্য ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি। বৈঠকের অধিকাংশ সময় জুড়ে সেই বিষয়টি নিয়েই আলোচনা হলো। প্রসঙ্গ উত্থাপন করেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। প্রায় সব বোর্ড সদস্যই এই প্রশ্নে তাঁর পাশে দাঁড়ালেন। আইসিসির এথিক্স অফিসারকে দায়িত্ব দেওয়া হলো এই তদন্তের। ১০জুনের বৈঠকে তদন্তের পরিস্থিতি জানানো হবে।

তবে মূল এজেন্ডা টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্তে আসা যায়নি। টুর্নামেন্ট বাতিল করে ২০২১ বা ২০২২-এ ফের হবে কিনা সে নিয়ে সিদ্ধান্তে আসা যায়নি।
