সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে এখনই খুলছে না তারকেশ্বর মন্দির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী, রাজ্য সরকার আগামী ১ জুন থেকে শর্ত সাপেক্ষে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় স্থান খোলার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন। কিন্তু সরকারি অনুমতি মিললেও, করোনা সঙ্কটে সামাজিক দূরত্ব বিধির বিষয়টি মাথায় রেখে এখনই সেই পথে হাঁটতে চাইছে না হুগলির তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ।

মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, তারকেশ্বর মানেই প্রচুর ভক্তের সমাগম। তাই কোনও ঝুঁকি তাঁরা নিতে চান না। ফলে
২ জুন থেকে মন্দির খুলবে না বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণেশ্বর মন্দির ও বেলুড় মঠও ১ জুন থেকে খুলবে না বলে আগেই জানানো হয়েছে।

Previous articleসবুজ রঙের কুসুমের ডিম পাড়ছে মুরগিরা! আসল কারণ জানালেন গবেষকরা
Next articleত্রাণ নিয়ে সুন্দরবনে স্কটিশের প্রাক্তনীরা