আদতে পাকিস্তানে তৈরি ‘মিত্রো অ্যাপ’ ! নিরাপত্তা নিয়ে বিতর্ক তুঙ্গে

জনপ্রিয় অ্যাপ TikTok-কে টক্কর দেওয়া ‘মিত্রো অ্যাপ’ নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে
৷ মেড ইন ইন্ডিয়া বলে প্রচার পাওয়া এই অ্যাপ আদতে ভারতে তৈরি নয় ৷ অ্যাপটি আসলে তৈরি হয়েছে পাকিস্তানে ৷
চিনা দ্রব্য বর্জনের সঙ্গে সঙ্গেই চিনা অ্যাপ টিকটকও বর্জনের তালিকায় ৷ এরই মাঝে ‘ভারতের তৈরি’ এই অ্যাপ এমন প্রচারে জনপ্রিয় হয়ে ওঠে মিত্রো অ্যাপ ৷ জানা গিয়েছে, মাত্র ২৬০০ টাকায় এর সোর্স  কোড কেনা হয়েছে পাকিস্তানি সফটওয়্যার কোম্পানি  Qboxus-থেকে৷
কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তায় বহু অ্যাপকে পিছনে ফেলে দিয়েছে এই অ্যাপটি৷ নতুন এই Mitron App লঞ্চ হওয়ার এক মাসের মধ্যেই প্রায় ৫০ লক্ষ নেটিজেন এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করে ফেলেছেন।
করোনার আবহে
সমস্ত চিনা দ্রব্য বয়কটের সঙ্গে সঙ্গেই থ্রি ইডিয়ট খ্যাত বিজ্ঞানী সোনাম ওয়াংচুকও এই টিকটক অ্যাপ ব্যবহার বন্ধ করতে আর্জি জানিয়েছেন ৷ এই সুযোগেই জনপ্রিয়তা বাড়িয়ে নিয়েছে এই মিত্রো অ্যাপ।
গুগল প্লে স্টোরে তালিকার ৭ নম্বরে এই রয়েছে এই অ্যাপ্লিকেশন। জনপ্রিয়তা সূচকে মিত্রো অ্যাপের রেটিং ৪.৭।
এই নয়া তথ্য সামনে আসাতে অ্যাপটির নিরাপত্তা সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Previous articleকরোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী, তবু বাংলাদেশে খুলে গেল সব ধরণের অফিস
Next articleঅব্যবস্থার অভিযোগ, বীরভূমে বিক্ষোভ শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রীদের