জুনের বদলে সেপ্টেম্বরে হতে পারে জি৭ সামিট, ইঙ্গিত ট্রাম্পের

করোনা আর লকডাউনের জেরে জি৭ সামিট পিছিয়ে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুন মাসের শেষেই এই সম্মেলনের সূচি রয়েছে। কিন্তু সেই সূচি পিছতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্প জানান, ভারত, রাশিয়ার মতো দেশকে জি৭ সামিটে আমন্ত্রণ জানাতে চান। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান পরিস্থিতিতে জি৭ সামিট করা সমস্যা। সম্মেলন আরও কয়েক দিন পিছিয়ে দিতে হতে পারে। জুন থেকে পিছিয়ে সেপ্টেম্বর মাসে সম্মেলন করা পারে বলে ইঙ্গিত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার আগে বা পরেই হতে পারে সামিট।
পাশাপাশি, ট্রাম্প বলেন, এবারের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাতে চান।