গত সপ্তাহেই আসন্ন ক্রিকেট মরশুমের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যা শুরু হতে চলেছে আগামী ৯ অগাস্ট। সবমিলিয়ে ক্রিকেটারদের অনুরোধ পেয়ে সোমবার থেকে করোনা পরবর্তী সময় জাতীয় দলের ক্রিকেটারদের প্রাক মরশুম প্রস্তুতির অনুমতি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেইমতো সিডনি অলিম্পিক গ্রাউন্ডে এদিন অনুশীলনে নেমে পড়লেন স্মিথরা।

প্রথমসারির অস্ট্রেলিয়া ক্রিকেটাররা ছাড়াও বায়ো-সিকিওর পরিবেশে অনুশীলন শুরু করেছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। অনুশীলনে ফেরার জন্য ৫৫ জন ক্রিকেটারের একটা তালিকা প্রস্তুত করেছে ইসিবি। সোমবার থেকে অনুশীলন শুরু করলেন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার ক্রিকেটাররাও।
