নিম্নচাপের হাত ধরে কেরলে ঢুকল বর্ষা

সত্যি হল পূর্বাভাস। ১ জুন কেরলে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু৷ মৌসম ভবন আগেই জানিয়েছিল, এবছর বর্ষা ঠিক সময়ই আসবে কেরলে৷ দক্ষিণের এই রাজ্যে ঠিক সময়ে বর্ষা আসা মানে অন্যান্য জায়গায় ঠিক সময়ে বৃষ্টিপাত হবে৷ এর পাশাপাশি চলতি বছর বর্ষার কোনও ঘাটতি থাকবে না বলেও জানায় মৌসম ভবন৷ইতিমধ্যেই কেরলের ৯ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। তিরুবনন্তপুরম, কোল্লাম, পাথানমথিত্তা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইড়ুক্কি, মালাপ্পুরম এবং কান্নুর এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

সোমবার মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, কেরলে বর্ষা ঢুকে পড়েছে৷ সাধারণত জুনের প্রথম সপ্তাহে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কেরলের একদম দক্ষিণ প্রান্তে বৃষ্টিপাত হয়। তারপর একটু একটু করে আরও দেশের মূলভাগে ঢুকতে শুরু করে৷ এরপর টানা চারমাস বর্ষাকাল চলে৷ সারা বছরের মধ্যে এই চার মাসেই অধিক বৃষ্টিপাত হয়৷ আর বৃষ্টির উপরেই নির্ভর করে ভারতের কৃষিকাজ৷

টানা চার মাস ধরে সারা দেশে বৃষ্টিপাত ঘটিয়ে সেপ্টেম্বরে রাজস্থান থেকে বিদায় নেয় বর্ষা।

Previous articleকরোনাকে হারিয়ে সুস্থ হচ্ছে ভিয়েতনাম, নেপথ্যে সরকারের কড়া নজর
Next articleদেশে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে, ভয়ঙ্কর তথ্য ‘জয়েন্ট কোভিড টাস্ক ফোর্স’-এর