‘সোশ্যাল ডিসট‍্যান্স’ মেনে বদলাচ্ছে সংসদের আয়োজনও

করোনা বিশ্বমহামারির জেরে এবার বদল আসছে ভারতীয় সংসদের কাজকর্মের ধরনধারনে। সংক্রমণ এড়াতে সোশ‍্যাল ডিসট‍্যান্সিংয়ের বিধি মেনে অন‍্যরকম বন্দোবস্ত হতে চলেছে বলে সংসদ সূত্রে খবর। জুলাইয়ে সংসদের বর্ষাকালীন অধিবেশনেই সর্বোচ্চ সতর্কতা মেনে পরিবর্তিত ব‍্যবস্থা চালু হতে চলেছে। সাংসদদের স্বাস্থ‍্য সুরক্ষা নিশ্চিত করে কীভাবে সংসদ চালানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাজ‍্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। আসন্ন অধিবেশনে সম্ভাব‍্য বদলগুলি হল:

লোকসভা ও রাজ‍্যসভার কক্ষ বদল। সেক্ষেত্রে লোকসভার অধিবেশন বসতে পারে সেন্ট্রাল হলে। ৮০০ আসনের সেন্ট্রাল হলে লোকসভার ৫৪৩ জন সদস‍্যের বসার ব‍্যবস্থা হবে। অন‍্যদিকে লোকসভার কক্ষে রাজ‍্যসভার সদস‍্যদের বসার ব‍্যবস্থা করা হবে।

দূরত্ববিধি মানার প্রয়োজনে দর্শক গ‍্যালারি বন্ধ রাখা।

একদিন অন্তর এক একটি কক্ষের অধিবেশন।

সংসদীয় অধিবেশন বা বিভিন্ন কমিটির ভার্চুয়াল বৈঠক করার বিষয়ে চিন্তাভাবনা। তাহলে সাংসদরা যে যেখানে আছেন সেখান থেকেই অধিবেশনে অংশ নিতে পারবেন।

Previous articleবুলেটপ্রুফ জ্যাকেট ও সাঁজোয়া গাড়ির ব্যবস্থা সেনাবাহিনীর জন্য, উদ্যোগ কেন্দ্রের
Next articleঅক্টোবরেই শুরু ফুটবল, ফিফা-কে ইঙ্গিত ফেডারেশনের