উত্তরাখণ্ড থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা

চারধাম যাত্রা শুরু হতে চলেছে। তবে এই যাত্রা আপাতত সীমিত তীর্থযাত্রী নিয়ে চলবে। রাজ্যের মন্ত্রী ও সরকারের মুখপাত্র মদন কৌশিক এই খবর জানিয়েছেন। তিনি বলেন, “রাজ্যে পর্যটন নির্ভর অর্থনীতিকে চাঙ্গা করার জন্যই চারধাম যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখান্ড সরকার।” গত শনিবার কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুসারে ৮জুন থেকে ধর্মীয় স্থান গুলি জনসাধারণের জন্য খুলে দেওয়া যাবে । আন্তঃরাজ্য যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। মদন কৌশিক বলেছেন,” কেন্দ্র যা নির্দেশিকা জারি করেছে তা আমরা ভালো করে বুঝে চালু করব । ধর্মীয় স্থান গুলি জনসাধারণের জন্য খুলে দিতে বলেছে কেন্দ্র, এটা একটা প্রশংসনীয় পদক্ষেপ, এর ফলে আমরা আমাদের ধর্মীয় স্থান গুলি খুলে দিতে পারব। বিশেষ করে সবচেয়ে জনপ্রিয় চার ধাম এই চার ধামের আকর্ষণে সারা দেশ থেকে তীর্থযাত্রীরা ছুটে আসেন।” তিনি আরও বলেন যে, রাজ্যের শিল্পের সঙ্গে চারধাম যাত্রা অঙ্গাঙ্গীভাবে জড়িত। উল্লেখ্য, এক যাত্রায় যমুনোত্রী ,গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রিনাথ দর্শনকে বলা হয় চারধাম যাত্রা। এটি উত্তরাখণ্ডে খুবই জনপ্রিয় ধর্মীয় স্থান।

Previous articleএকনজরে বাংলার করোনা ও আমফান আপডেট
Next articleএক দিনে দুই উপাচার্য নিয়োগ, কাল রাজ্যপালের বিস্ফোরণ?