একনজরে বাংলার করোনা ও আমফান আপডেট

*ক) কোভিড*

➡️ নতুন পজিটিভ কেস – ৩৯৬ (গতকাল ছিল ২৭১)

➡️ মোট অ্যাক্টিভ কেস – ৩,৪২৩

➡️ মোট টেস্ট হয়েছে – ২.২৩ লক্ষ

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৯,৪৯৫ (ঘূর্ণিঝড় আমপান এর প্রভাব সত্ত্বেও দৈনিক টেস্টের সংখ্যা সর্বোচ্চ)

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ২.৭৭% (তিন সপ্তাহ আগে যা ছিল ৪.৪৭%)

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ২,৪৭৫ (তিন সপ্তাহ আগে যা ছিল ৪৮২)

➡️ রাজ্যের মোট টেস্টিং ল্যাব – ৪১ (এই সপ্তাহে আরও ৭ টি বেড়েছে)

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ২৬৩ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০)

➡️ কোমরবিডিটি-র কারণে মৃত্যু – ৭২

➡️ মোট ছাড়া পেয়েছেন – ২,৪১০ (গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ১০৪ জন, ছাড়া পাওয়ার হার – ৩৯.০৭%)

*খ) ঘূর্ণিঝড় আমপান*

➡️ প্রথম কিস্তিতেই ৬২৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে

➡️ ক্ষতিগ্রস্ত প্রায় ৫ লক্ষ মানুষকে তাদের বাড়ি মেরামত করার জন্য ইতিমধ্যেই আর্থিক সাহায্য করা হয়েছে

➡️ ফসলের ক্ষয়ক্ষতির জন্য ২৩.৩ লক্ষ কৃষককে আর্থিক সাহায্য করা হয়েছে, এছাড়াও ২ লক্ষ পান চাষিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে

➡️ প্রাথমিক হিসেবে অনুযায়ী ১৩৫০ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত ১৪৪৪ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে

Previous articleআমফান দুর্গতদের পাশে লাগাতার সাহায্য হেল্প বেঙ্গলের
Next articleউত্তরাখণ্ড থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা