আমফান দুর্গতদের পাশে লাগাতার সাহায্য হেল্প বেঙ্গলের

ঘূর্ণিঝড় আমফানের জেরে বিপর্যস্ত হয়েছে বাংলার বহু অঞ্চল। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে সেই সব অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে হেল্প বেঙ্গল । সদস্যরা ছুটে গিয়েছেন সুন্দরবন ও সংলগ্ন গ্রামগুলিতে। মঙ্গলবারও তার অন্যথা হলো না। সদস্যরা পৌঁছে গিয়েছিলেন সুন্দরবন সংলগ্ন কুলতলী ও কৈখালী অঞ্চলে। এদিন খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের প্যাকেট তুলে দেওয়া হলো দুর্গতদের হাতে। প্রয়োজন অনুযায়ী দেওয়া হয় ত্রিপল। ৩০টি ত্রিপল সহ ৮৫টি প্যাকেট দেওয়া হয়েছে এদিন। ওই প্যাকেটের মধ্যে ছিল মুড়ি, বিস্কুট, ছাতু, গুঁড়ো দুধের প্যাকেট সহ জল, মোমবাতি, বাতাসা, সুজি, স্যানিটারি ন্যাপকিন।

Previous articleরাষ্ট্রপতির কাছে আবেদন: অতিমারি পরিস্থিতিতে বন্ধ থাক সব নির্বাচন
Next articleএকনজরে বাংলার করোনা ও আমফান আপডেট