পুরুলিয়ায় বালি পাচার রুখতে সরব গ্রামবাসীরা, দেখুন কী করলেন তাঁরা?

দিনের পর দিন বেড়ে চলেছে বালি পাচার। কখনও রাতের অন্ধকারে আবার কখনও কাউকে তোয়াক্কা না করে প্রকাশ্যেই। পুরুলিয়ার গারফুসরা গ্রামে চলছে এমনই কাণ্ড । এবার এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা। বলি তুলে চম্পট দেওয়ার সময় ২৫টি ট্রাক্টর আটক করলেন তাঁরা।

ঠিক কী ঘটল?

অন্যান্য দিনের মত বালি তুলে নিয়ে ট্রাক্টরবোঝাই করে চম্পট দিচ্ছিল পাচারকারীরা। গ্রামবাসীরা তৈরি ছিলেন। রাতের অন্ধকারেই তাঁরা ধরপাকড়ের অভিযানে নেমে পরেন। সোমবার রাত ১২টা নাগাদ ২৫ টি ট্রাক্টর আটক করেন তাঁরা। এই ঘটনায় রীতিমত উত্তেজনা শুরু হয়। এক গ্রামবাসীর অভিযোগ, “দিনের পর দিন চাষের জলের জন্য ব্যবহার করা সাবমার্সিবল দিয়ে আবদে বলি তোলা চলছিল। বহুবার অভিযোগ করেও কোন লাভ না হওয়ায় আমরাই আটকের সিদ্ধান্তনি।”

Previous articleসাবধান! আসছে রাক্ষুসে পঙ্গপালের ঝাঁক, জারি সতর্কতা
Next articleহাইকোর্টের নির্দেশ, খুনের মামলায় ফের তদন্তের মুখে মোহনবাগানকর্তা