করোনা আক্রান্ত হয়ে পেরুতে মৃত ২০ সাংবাদিক!

করোনাভাইরাসের ছোবলে বিশ্বজুড়ে প্রাণ যাচ্ছে সাংবাদিকদেরও। লাতিন আমেরিকার পেরুতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এখনও পর্যন্ত ২০ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। অপ্রতুল সুরক্ষা ব্যবস্থা নিয়ে রিপোর্টিং করার ফলেই তারা করোনা আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে। সেদেশের সাংবাদিক ইউনিয়ন একথা জানিয়েছে। ব্রাজিলের পরে লাতিন আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ পেরু। সেখানে করোনায় এপর্যন্ত চার হাজার ছশ মানুষের মৃত্যু হয়েছে।

ন্যাশনাল অ‍্যাসোসিয়েশন অব জার্নালিস্ট এর তরফে জুলিয়ানা লেইনেস বলেছেন, ১ জুন পর্যন্ত গোটা দেশে আমাদের ২০ জন সহকর্মী মারা গিয়েছেন। লেইনেস বলেন, এদের বেশিরভাগই অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাস্তায়, মার্কেটে এবং হাসপাতাল থেকে রিপোর্টিং করার সময় সংক্রমিত হয়েছেন। ঘরে তৈরি মাস্ক পড়ে তারা সংক্রমনের কেন্দ্রস্থল হাসপাতালগুলোতে গিয়ে রিপোর্টিং করেছেন। পেরুর অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা আমাজান অববাহিকার লোরিটোতেই ৭ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ফ্রিল‍্যান্সার।

Previous articleঅমিতাভের সঙ্গে রেখার অন্তরঙ্গতা দেখে কী করেছিলেন জয়া? কী ঘটেছিল সেদিন…
Next articleমুম্বই বিমানবন্দরে পিছলে গেল বিমানের চাকা