পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের: মমতা

পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিশ পার্কে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও পরিকল্পনা নেই। তিনি অভিযোগ করেন, বাড়ি ফিরতে গিয়ে ট্রেনের মধ্যেই অনেকে মারা গিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ট্রেন ও বাসের ভাড়া দিয়েছে রাজ্য। প্রচুর অর্থ তাতে ব্যয় হয়েছে।ইতিমধ্যেই ট্রেনে-বাসে ১০ লক্ষ শ্রমিক রাজ্যে এসেছেন। আরও দেড় লক্ষ শ্রমিক ট্রেনে ফিরবেন। মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, বিরোধীরা শ্রমিকদের নিয়ে এতো কথা বলছেন, অথচ তাঁদের সাহায্যের জন্য কিছুই করেননি। উল্টে ঘরের কোণে লুকিয়ে বসে ছিলেন।

Previous articleকেন্দ্রের দেনা শোধ করেও কর্মীদের পুরো বেতন দিচ্ছে রাজ্য: মুখ্যমন্ত্রী
Next articleদুই বিচারক পজিটিভ, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠি প্রধান বিচারপতিকে