দুই বিচারক পজিটিভ, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠি প্রধান বিচারপতিকে

আলিপুর কোর্টের দুই বিচারক, কৃষ্ণাঞ্জনা রায় এবং গিরিজানন্দ জানা করোনা আক্রান্ত ৷ এর ফলে রাজ্যের বিচারকদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আদালতের এই নিরাপত্তাহীন পরিবেশ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপের আর্জি জানিয়েছে৷ অ্যাসোসিয়েশনের সভাপতি মানস কুমার পাল প্রধান বিচারপতির কাছে লেখা চিঠিতে বলেছেন, রাজ্যের আদালতগুলি করোনা- আতঙ্ক মুক্ত করা একান্তই প্রয়োজন৷ রাজ্যের আদালতগুলিতে স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ার কথা খুব তাড়াতাড়ি৷ এই পরিস্থিতিতে রাজ্যের বিচারকদের মধ্যে এক ধরনের নিরাপত্তার অভাববোধ তৈরি হচ্ছে৷
অ্যাসোসিয়েশনের তরফে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নিয়ে বিচারকদের আতঙ্কমুক্ত করার অনুরোধ জানানো হয়েছে প্রধান বিচারপতির কাছে৷

Previous articleপরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের: মমতা
Next articleঅমিত শাহর জনসভা! ওয়েবেক্স অ্যাপ থেকে সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিপ্লব