বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে ২৯৪ টি কেন্দ্রে প্রচারে নামছে তৃণমূল: পার্থ

করোনা আবহে এবং আমফান বিপর্যয়ের কঠিন পরিস্থিতির মধ্যে যখন রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, ঠিক তখনই নোংরা রাজনীতি করছে বিজেপি। সহযোগিতার বদলে তারা কুৎসা-অপপ্রচার করছে।

এবার তারই জবাব দিলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, শনিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন পার্থ চট্টোপাধ্যায়। সেইসঙ্গে জানালেন, বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই পাল্টা প্রচারে নামবে তৃণমূল। যার রূপরেখা নিজেই ঠিক করে দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, করোনা মোকাবিলায় বাংলা নিজে যেভাবে লড়ছে, সেই কৃতিত্ব স্বীকার না করে একাধিক অপপ্রচার করেছে বিজেপি। ইচ্ছে করে বাংলায় ত্রুটিপূর্ণ টেস্ট কিট পাঠানো হয়েছে। তারপরও বাংলায় করোনায় মৃত্যুর হার অনেক কম বলে দাবি তাঁর।

Previous articleট্রাম্প আসাতেই গুজরাতে করোনা বেড়েছে! বিজেপিকে কটাক্ষ শশীর
Next articleকোভিডে মৃতকে শেষ দেখা দেখতে চান? তাহলে মানতে হবে এই শর্ত