কোভিডে মৃতকে শেষ দেখা দেখতে চান? তাহলে মানতে হবে এই শর্ত

সরকারি সিদ্ধান্ত, কোভিডে মৃতের পরিবারের সদস্যরা এবার থেকে শেষবারের মতো দেখতে পাবেন প্রয়াতকে। দেখতে গেলে কী কী শর্ত পালন করতে হবে জেনে নিন…

১. মৃত্যুর পর দেহ সঠিকভাবে স্যানিটাইজ করতে হবে

২. দেহ মোড়া হবে স্বচ্ছ প্লাস্টিকে। যাতে শরীরের সবটুকু দেখা যায়।

৩. যারা মৃতদেহ বহন করবেন, তাদের জলবিরোধী অ্যাপ্রন, মাস্ক, গ্লাভস, চশমা পড়া বাধ্যতামূলক

৪. ধারালো জিনিস থেকে সাবধান। যাতে কেটে বা ছড়ে না যায়

৫. মৃতদেহ বইতে হবে আলাদা ব্যাগে করে। যে ব্যাগের বাইরে থেকে কিছু দেখা যাবে না

৬. সৎকার দলে ২০ জনের বেশি নাগরিক থাকতে পারবেন না

৭. সৎকারের আগে ধর্মীয় আচার করতে গেলে দেহ ছোঁওয়া যাবে না। জড়িয়ে ধরা, চুমু খাওয়া, স্নান করানো যাবে না

৮. দেহ ঘিরে জমায়েত নয়

৯. সৎকার শেষে চিতাভষ্ম নেওয়া যেতে পারে। কোনও বাধা নেই

Previous articleবিজেপির অপপ্রচারের বিরুদ্ধে ২৯৪ টি কেন্দ্রে প্রচারে নামছে তৃণমূল: পার্থ
Next articleআমফান ক্ষতিগ্রস্তদের পাশে আছেন মুখ্যমন্ত্রী, পরিসংখ্যান তুলে বিজেপির কড়া সমালোচনা মন্ত্রী রেজ্জাকের