ট্রাম্প আসাতেই গুজরাতে করোনা বেড়েছে! বিজেপিকে কটাক্ষ শশীর

এবার বিজেপিকে তুলোধনা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। একাধিক প্রসঙ্গ তুলে তিনি বিজেপির কড়া সমালোচনা করেন।

সাংবাদিক বৈঠক করে যা বললেন শশী পাঁজা–

১) বিজেপি’র আইটি সেল গো-মূত্র দিয়ে করোনা সরানোর কথা ছড়িয়েছেন।

২) ট্রাম্পকে নিয়ে আমেদাবাদ গিয়েছিলেন নরেন্দ্র মোদি।আজ আমেদাবাদের কী অবস্থা দেখছে মানুষ।

৩) মমতা বন্দ্যোপাধ্যায় যখন সর্বস্ব দিয়ে লড়ছেন, তখন বিজেপি দুর্ভাগ্যজনক ভাবে বাংলাকে বদনাম করছে। প্রস্তুতি ছাড়া লোকডাউন করেছে।

৪) গুজরাত , মহারাষ্ট্র , তামিলনাড়ু অনেক বেশি করোনা পজিটিভ। বাংলার চেয়ে অনেক বেশি। তবু কেন এভাবে বাংলাকে কালিমালিপ্ত করার চক্রান্ত চলছে।

৫) বাংলার প্রতি নূন্যতম ভালোবাসা থাকলে এ কাজ করতে পারতেন না বিজেপি নেতারা। এই অপপ্রচার করতে পারতেন না তারা। বিজেপির সময়ে এত বড় মহামারি।

৬) এই কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করেছেন। কিন্তু বিজেপি রাজনীতির বাইরে বেড়োতে পাবলেন না। এই দুঃসময়েও রাজনীতি করলো বিজেপি।

৭) কেন্দ্র যদি রাজ্যের প্রাপ্য টাকা আগেই দিত, আরও অনেক কাজ করোনা মোকাবিলায় এ রাজ্য করতে পারতো।

৮) এই কঠিন সময়ে অমিত শাহ ভোটের উদ্দেশে ভার্চুয়াল মিটিং করছেন। আসলে ওদের করোনা নিয়ে চিন্তা নেই। ওরা ভোটের রাজনীতি নিয়ে ব্যস্ত।

৯) সব প্রস্তুতি নিয়ে কাজ করলে পরিযায়ীরা এভাবে মরতেন না।

১০) আমরা নাকি ট্রেন চাইনি। অপবাদ দেওয়া হলো। রাজ্য পরিযায়ীদের জন্য যথাসাধ্য করেছে।

১১) ফেক নিউজ দিয়ে অপবাদ করা হচ্ছে বাংলাকে ।

১২) আগের কেন্দ্রীয় দল রাজ্যকে না জানিয়ে এলো। আর যে রিপোর্ট দিলো তা যেন আগে থেকেই তৈরি করা ধারণা নিয়ে। ফলে এই কেন্দ্রীয় টিমের কাজের মধ্যে কোথায় যেন রাজনীতির গন্ধ পাওয়া যায়।

১৩) মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, ত্রাণ যেন দলমত নির্বিশেষে সবাইকে দেওয়া হয় । তবু বিরোধীদের কেউ কেউ ত্রাণ দেওয়ার নামে গণ্ডগোল পাকাতে চাইছে। তাই মানুষই তাদের আটকে দিচ্ছে।

Previous articleভারত ও চিনে পরীক্ষা বেশি হলে বাড়তো করোনা আক্রান্তের সংখ্যা দাবি ট্রাম্পের
Next articleবিজেপির অপপ্রচারের বিরুদ্ধে ২৯৪ টি কেন্দ্রে প্রচারে নামছে তৃণমূল: পার্থ