সমস্ত সরকারি নির্দেশ মেনে সোমবার থেকে খুলে গেল হুগলি জেলার হোটেলগুলি। সোমবার সকালে রীতিমতো পুজো দিয়ে হোটেল খুলতে দেখা গেল ভদ্রেশ্বর এলাকার দিল্লি রোডের উপর। লকডাউনের ফলে দীর্ঘদিন বন্ধ ছিল জেলার সমস্ত হোটেল। এদিন থেকে সেগুলি খুলল সমস্ত সরকারি নিয়ম মেনে।

হোটেলগুলি সানিটাইজ করা হয়। মাস্ক ছাড়া কেউ হোটেলে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে হোটেল মালিকরা। আগত অতিথিদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে।