৭৪ দিন পর ভারত-বাংলাদেশ সীমান্ত খুলে গেল, শুরু বাণিজ্য

৭৪ দিন পর ফের শুরু হল ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য। খুলে গেল পশ্চিমবঙ্গের বেনাপোল পেট্রাপোল সীমান্ত। আবার শুরু হল দ্বিপাক্ষিক লেনদেন।

গত ২৩ মার্চ ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য বন্ধ হয়। এরপর কার্যত একক সিদ্ধান্ত নিয়ে ৩ মে কেন্দ্র সীমান্ত খুলে দেয়। ক্ষুব্ধ রাজ্য প্রতিবাদ জানায়। এলাকার মানুষ সীমান্তে নেমে বাণিজ্য বন্ধের আবেদন জানাতে থাকে। ফলে বন্ধ হয়েছে বেনাপোল-পেট্রাপোল। আজ, সোমবার, ৮ জুন থেকে শুরু হলো ব্যবসা বাণিজ্য। প্রশাসনের তরফে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ থেকে বাণিজ্যের জিনিসপত্র এনে তা নো ম্যান্স ল্যান্ডে ফেলা হবে।

Previous articleচিন্তা নেই আমরা আছি, ৮হাজার দুঃস্থর পাশে আসানসোল লায়ন্স ক্লাব
Next articleলকডাউনে নবজীবন, ট্রেনে জন্ম ৩৭ শিশুর