সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, ৩০ জুন পর্যন্ত বন্ধ চারধাম যাত্রা

শর্ত মেনে ধর্মীয়স্থানগুলি খোলার কেন্দ্রীয় অনুমতি থাকলেও, গোটা দেশেই করোনা সংক্রমণ তীব্রতর হওয়ায় ফের স্থগিত করা হয়েছে চারধাম যাত্রা৷ দ্য দেবস্থনম বোর্ড জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে চারধাম যাত্রা৷ হিমালয়ের কোলে থাকা চারটি মন্দির নিয়ে এই ‘চারধাম’৷ মন্দিরগুলি হলো, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী৷ করোনা সংক্রমণের কারনেই এবারের তীর্থযাত্রা বন্ধ রাখার জন্য চারধামের পরিচালন বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছিলো পুরোহিতরা৷ যাত্রা বন্ধ থাকলেও স্থানীয় ভক্তরা শর্ত মেনে মন্দিরে প্রবেশ করতে পারবেন৷

Previous articleকরোনা’য় মৃত্যু ডিএমকে বিধায়ক আনবাঝাগনের, এই প্রথম কোনও রাজনৈতিক নেতা
Next articleBREAKING: আর্টিস্ট’স ফোরামের কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন শঙ্কর চক্রবর্তী