ফ্লয়েডের ‘খুনি’ পুলিশের জামিনের রাস্তা বন্ধ  

আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের গলায় হাঁটু রেখে শ্বাস রোধ করে মেরেছিলেন তিনি। ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার ডেরেক চাওভিনের জামিনের পাওয়ার সব রাস্তা বন্ধ করে দিলেন বিচারক।

ভিডিও কনফারেন্সের শুনানিতে বিচারক জেনিস রেডিং জানান, নিঃশর্ত জামিন চাইলে চাওভিনকে দিতে হবে ১২ লাখ ৫০ হাজার ডলার। শর্তসাপেক্ষে জামিন চাইলে ১০ লাখ ডলার দিতে হবে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ শুনে আইনজীবীও জামিনের কথা বলেননি।

১৯ বছরের বেশি সময় ধরে পুলিশে চাকরি করেন চাওভিন।১৫ মিনিটের শুনানিতে তিনি কোনও কথাই বলেননি।মিনেসোটার ওক পার্ক হাইটসের কারাগারে রয়েছেন চাওভিন। জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হয়েছেন আরও দুই পুলিশ অফিসার। মামলার পরবর্তী ২৯ জুন।

Previous articleশরীরে করোনা- ইমিউনিটি কতখানি জানতে আজ থেকে নমুনা সংগ্রহ কলকাতায়
Next articleশ্রমজীবী কোভিড হাসপাতাল পরিদর্শন কেন্দ্রের প্রতিনিধি দলের