পুরীর রথ টানবে এবার তিন ঐরাবত!

করোনা আবহে এবার পুরীর রথের রশি টানবে কে? ২৩শে জুন মাসির বাড়ি কীভাবে যাবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। তবে সেই সমস্যা সমাধান করতে পুরীর মন্দির কমিটি কিন্তু এখন থেকেই ব্যবস্থাপনা শুরু করেছে।

পুরীর মন্দির কমিটির পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে যেহেতু লক্ষ লক্ষ মানুষের একজনও থাকবেন না এবারে, তাই রথ টানা নিয়ে সমস্যা তৈরি হয়। করোনা আবহের কারণে এবার সিদ্ধান্ত হয়, এই যাত্রাপথ পুরো ফাঁকা থাকবে। রথ টানবেন ৫হাজার সেবাইত। আর রথকে পিছন থেকে ঠেলবে তিনটি হাতি। যাত্রাপথে থাকবে এক হাজার পুলিশের কর্ডন। তবে মন্দির কমিটি জানিয়েছে, ১৬ জুন সরকারের সঙ্গে বৈঠকের পরেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Previous article‘সোনা দিয়ে মোড়া মন’ এর মৃত্যুর পর ইনস্টাগ্রামে প্রমোশনাল পোস্ট রিয়া চক্রবর্তীর
Next articleখেলায় নিষেধ না শোনায় বড়বাজারে বহুতল থেকে ছুড়ে ফেলে খুন করা হল শিশুকে!