মদন মিত্রের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ, তদন্তে লালবাজারের সাইবার বিভাগ

তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের অফিসিয়াল ফেসবুক হ্যাক করার অভিযোগ। সিটিজেন মদন মিত্র’ নামে অফিসিয়াল ফেসবুক পেজ আছে তাঁর। অভিযোগ ওই পেজটি কেউ বা কারা হ্যাক করেছে। পেজের অ্যাডমিনদের সরিয়ে দেওয়া হয়েছে। লালবাজার সাইবার বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।

ইদানিংকালে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মদন মিত্র। মাঝেমধ্যেই ফেসবুক লাইভে আসেন তিনি। নেটিজেনদের মধ্যেও বেশ জনপ্রিয় তৃণমূল নেতা। কিন্তু সেই ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে অভিযোগ প্রাক্তন মন্ত্রীর। তবে ‘সিটিজেন মদন মিত্র’ পেজটি কে বা কারা হ্যাক করল সে বিষয়ে বুঝে উঠতে পারছেন না তিনি। ফেসবুক পেজ হ্যাক হওয়ার প্রসঙ্গে রবিবার টুইটারে লেখেন মদন মিত্র।

মদন মিত্র জানিয়েছেন, শুক্রবারই তাঁর পেজ হ্যাক করা হয়। লালবাজারের সাইবার বিভাগে অভিযোগ জানানো হয়েছে। ওই পেজের কোনও পোস্টে কমেন্ট না করার অনুরোধ করেছেন তিনি। ‘সিটিজেন মদন মিত্র’ পেজটিকে আবারও আগের জায়গায় ফিরিয়ে আনার আবেদন ফেসবুকের কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন মদন মিত্র।

Previous articleসমালোচনা তো সহজ, একটু কাজও দেখান নিন্দুকরা
Next articleবিজেপির যুবমোর্চার ডিসি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার সৌমিত্র খাঁ