৪০০ সরকারি বাস পথে, স্বস্তিতে যাত্রীরা

লকডাউনে বাস চলাচল শুরু হওয়ার পর এমনিতেই বেসরকারি বাস-মিনিবাস কলকাতার রাজপথে চলছিল অনেক কম।
অফিসযাত্রীদের হয়রানি কমাতে পরিবহণ দফতর আরও বেশি সংখ্যায় প্রায় ৪০০ সরকারি বাস আজ পথে নামিয়েছে । সঙ্গে বেড়েছে বেসরকারি বাসের পরিষেবা ।
পরিবহণ দফতর সূত্রের খবর, বর্তমানে চালু পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের ১৭৫০টি বাসের পাশাপাশি আজ নামানো হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ২০০টি ও অ্যাপের মাধ্যমে যাত্রী পরিষেবা দেওয়া কয়েকটি বেসরকারি সংস্থার শ’দুয়েক বাসকে। ফলে যাত্রীরা অনেকটাই স্বস্তিতে।

Previous article‍জাতীয় স্বার্থের সঙ্গে কোনও আপস নয়, বললেন রাজনাথ
Next articleবড়বাজারে নৃশংস শিশু খুনী শিবরাম বলেছিল : তুমাহারা বাচ্চে কো উপার সে ফেক দেঙ্গে!