ভাইরাস সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ মন্দিরের, বিনা স্পর্শে বাজবে ঘণ্টা

মার্চ মাস থেকে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। ১ জুন থেকে দফায় দফায় শুরু হয়েছে আনলক ফেজ ওয়ান। ধর্মীয় স্থানে প্রবেশের অনুমতি মিলেছে। তবে সংক্রমণের ভয় থেকেই যাচ্ছে। এদিকে মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাতে হবে। তাই অভিনব পথ বেছে নিল মধ্যপ্রদেশ। বিনা স্পর্শে ঘণ্টা বাজানোর ব্যবস্থা করল।

মধ্যপ্রদেশের মান্দসৌরে রয়েছে পশুপতিনাথ মন্দির। বিনা স্পর্শে ঘণ্টা তৈরি করেছেন এক মুসলিম প্রৌঢ় নাহরু খান। তিনি বলেন, “এই মাস থেকে মন্দির মসজিদ খুলেছে। মসজিদে আজান দেওয়ায় কোনও বাধা নেই। তাহলে মন্দিরের ঘণ্টা বাজাতে বাধা থাকবে কেন? ইন্দোর থেকে একটা সেন্সর আনাই। তার মাধ্যমে নিজের কারখানায় ঘণ্টা তৈরি করি। ৬০০০ টাকা খরচ হয়েছে। তারপর এই ঘণ্টা আমি মন্দিরে দান করেছি।”

আনলক ফেজ ওয়ানে সংক্রমণের ভয়কে সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করছেন অনেকেই। অভ্যাসবশত হাত চলে যাচ্ছে ঘণ্টার দিকে। কিন্তু স্পর্শে নিষেধ থাকায় বাজানো যাচ্ছে না। তাই সেন্সর যুক্ত ঘণ্টা ঝুলিয়ে দেওয়া হয়। কীভাবে কাজ করে এই ঘণ্টা? ঘণ্টার কাছে হাত নিয়ে গেলেই তা বাজতে থাকে। আর হাত সরালেই একেবারে বন্ধ।

Previous articleপেট্রোল-ডিজেলের লাগাতার দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে পুঁজিপতিদের সরকার বলে কটাক্ষ ফিরহাদের
Next articleভারতে চিনা পণ্য বয়কটের আওয়াজ উঠতেই সীমান্ত নিয়ে আগ্রাসন!