গড়িয়া লাশ কাণ্ড নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার বিজেপির দুই সাংসদ সৌমিত্র-অর্জুন

দক্ষিণ কলকাতার বোড়াল আদি গড়িয়া মহাশ্মশানে ১৩টি পচা-গলা মৃতদেহ দাহ করতে আসা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এদিন সেই বিতর্ক আরও উস্কে দিলো বিজেপি। এই বিতর্কিত মৃতদেহ-সহ আরও বেশকিছু ইস্যুতে গেরুয়া শিবিরের বিক্ষোভ-প্রতিবাদ ও ডেপুটেশনে কর্ম নিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নিলো বাঁশদ্রোনি থানা অঞ্চল।

রাজ্য বিজেপির নব নিযুক্ত যুবমোর্চা সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ ও সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে গরিয়া-বাঁশদ্রোনি অঞ্চলে এক বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশনের কর্মসূচি নেই বিজেপি।

কিন্তু বিরাট সংখ্যক বিজেপি সমর্থক জমায়েত হওয়ার ফলে পুলিশ তাতে বাধা দেয়। গ্রেফতার করা হয় সৌমিত্র খাঁ-অর্জুন সিং-সহ একাধিক বিজেপি কর্মী-সমর্থককে। যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বাঁশদ্রোনি থানা অঞ্চলে।

Previous article‘সেফ হাউস’ প্রকল্পে প্রয়োজনে নিজের বাড়ি দিতে তৈরি মুখ্যমন্ত্রী
Next articleত্রাণে দুর্নীতি হলে পুলিশে জানান, পরামর্শ মুখ্যমন্ত্রীর