আহত-নিহতদের নিয়ে যেতে সীমান্তে কপ্টার পাঠালো চিন, সরছে সেনা

প্রতীকী ছবি

গালওয়ানে বিনা প্ররোচনায় চিনের হামলায় ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। পাল্টা ভারতের হামলায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে শেষ খবর পাওয়া গিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এএনআই সংস্থা সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে হতাহতদের উদ্ধারে নিয়ন্ত্রণরেখায় চলে এসেছে চিনা কপ্টার। আহত এবং মৃতদের নিয়ে যাচ্ছে চিন। এএনআই সূত্রে জানা গিয়েছে সংঘর্ষে পাহাড় থেকে পড়ে বহু সেনার মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ খবর সংঘর্ষস্থল থেকে ভারত-চিন সেনা সরাচ্ছে। অন্যদিকে লাদাখ পরিস্থিতি নিয়ে সকাল থেকে কথা হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে। অজিত ডোভাল, অমিত শাহ, রাজনাথ সিং এবং নরেন্দ্র মোদির মধ্যে সকাল থেকে শুরু হয়েছে আলোচনা। কথা হয়েছে তিন বাহিনীর প্রধানের সঙ্গেও। পরিস্থিতির ওপর নজর রেখে আপাতত সেনা সরানোর প্রক্রিয়া চলছে।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleবাংলার রাজেশ লাদাখে শহিদ, রাষ্ট্রসঙ্ঘ দুই পক্ষকেই শান্ত থাকতে অনুরোধ করল