মুখ খুলে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রশ্ন করলেন, ‘সেনা জওয়ানদের মৃত্যু হচ্ছে, সীমান্ত উত্তপ্ত, এখনও প্রধানমন্ত্রী চুপ কেন? এখনও কেন লুকিয়ে তিনি? অনেক হয়েছে, এবার দেশবাসীকে জানান লাদাখে ঠিক কী ঘটনা ঘটেছে?’

এর পরেই রাহুলের হুমকি, ‘আমাদের সেনাদের খুন করছে? চিনের এতো সাহস হয় কোথ থেকে? সাহস হয় কী করে ওরা আমাদের এলাকা দখল করার চেষ্টা করে?’ রাহুলের প্রশ্নের জবাব অবশ্য সরকারি তরফে আসেনি।