করোনা রুখতে প্রেসিডেন্ট পুতিনের জন্য জীবাণুমুক্ত টানেল বানালো রাশিয়া!

বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে একদম প্রথম সারিতেই রয়েছে রাশিয়া। সাড়ে পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনা সংক্রমণের আঁচ যাতে প্রেসিডেন্ট পুতিনের গায়ে না লাগে সেজন্য তাঁর সুরক্ষায় অত্যাধুনিক জীবাণুমুক্ত টানেল বা সুড়ঙ্গ পথ বানালো রাশিয়া। রুশ সংবাদ সংস্থা তাস সূত্রে খবর। বলা হয়েছে, এটি এমন এক অত্যাধুনিক সুড়ঙ্গ, যার কোনও জায়গাতেই শুধু করোনা কেন, অন্য কোনও ভাইরাসেরই বেঁচে থাকা সম্ভব নয়। এই টানেল দিয়েই প্রেসিডেন্ট পুতিন তাঁর বাসভবন থেকে ক্রেমলিনের কার্যালয় পর্যন্ত যাতায়াত করবেন। ভাইরাস থেকে বাঁচতে প্রেসিডেন্ট পুতিনের জন্য এই যে নিরাপত্তার ব্যবস্থা করেছে রাশিয়া সরকার, তা বিশ্বে কার্যত নজিরবিহীন। জানা গিয়েছে, রাশিয়ার ক্রেমলিনের এই ব্যবস্থাপনায় নাকি চমকে গিয়েছে প্রতিদ্বন্দ্বী আমেরিকার হোয়াইট হাউস কর্তৃপক্ষও।

প্রসঙ্গত, রাশিয়া শুরুর দিকে কড়া লকডাউন জারি করে করোনা সংক্রমণ বহুলাংশে আটকে দিতে পারলেও লকডাউন শিথিল হতেই দ্রুত হারে সংক্রমণ ছড়ায়। এখন রাজধানী মস্কোতেই করোনার হামলা বেশি হচ্ছে। ফলে প্রেসিডেন্ট পুতিনের জন্য বিশেষ জীবাণুনাশক ব্যবস্থা করেছে ক্রেমলিন। ইতিমধ্যে একাধিক দেশের প্রশাসনিক কর্তাব্যক্তিরা করোনায় আক্রান্ত হয়েছেন। এখন হন্ডুরাসের প্রেসিডেন্ট করোনা আক্রান্ত ধরা পড়েছে। এর আগে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরেছেন।
ফলে প্রেসিডেন্ট পুতিনের জন্য কোনও ঝুঁকি নিতে চায়নি রাশিয়া।

Previous articleফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত জানেন?
Next articleঅবসাদ নিয়ে যারা বন্ধু সাজছে, তাদের 95% বরাহনন্দন, কুণাল ঘোষের কলম