Thursday, August 28, 2025

জীবন বলিদান ব্যর্থ যাবে না, শহিদ রাজেশের বাড়ি থেকে বার্তা লকেটের

Date:

লাদাখ সীমান্তে চীন সেনার অন্যায় আগ্রাসন ও কাপুরুষোচিত আক্রমণে ভারতীয় সেনা জওয়ান বাংলা মায়ের বীর সন্তান শহিদ রাজেশ ওঁরার-এর পরিবারের পাশে দাঁড়াতে ও তাঁদের পরিজনকে সমবেদনা জানাতে আজ, বৃহস্পতিবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাঁর বীরভূমের মহম্মদ বাজারের বাড়িতে যান।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট বলেন, “এরকম সময় মানসিকভাবে পরিবারের যে পরিস্থিতি হয়, মনের যে পরিস্থিতি হয়, তার জন্য আমরা সকলে তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।”

শুধু তাই নয়, যে কোনরকম সাহায্যে বীর শহিদ পরিবারের পাশে তাঁরা আছেন বলে আশ্বাস দেন লকেট। তিনি আরও জানান, যাদের জন্য ভারতীয় জওয়ানদের প্রাণ গেল, সেই নির্মম চায়না বা চীনকে তার বর্বরোচিত কাজের উপযুক্ত জবাব প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিশ্চয়ই দেবেন বলে তিনি মনে করেন।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বীর জওয়ানদের জীবন বলিদান নিয়ে যাতে কোনওরকম রাজনীতি নয়, এমন আবেদনও জানিয়ে লকেট বলেন, দেশের প্রধানমন্ত্রী চীনকে সমুচিত জবাব দেবেন। তাই ব্যথিত পরিবারের বাড়ি থেকে সকল ভারতীয়কে এক হওয়ায় আহ্বান জানান হুগলির বিজেপি সাংসদ।

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে, এখনও শহিদ রাজেশ ওঁরাও-এর মৃতদেহ তাঁর বীরভূমের বাড়ি এসে পৌঁছায়নি। বীর সেনার মরদেহে আপাতত পানাগড় মিলিটারি বেস ক্যাম্পে থাকবে বলে জানা যাচ্ছে। সেখান থেকে আগামীকাল নিয়ে আসা হবে তাঁর গ্রামের বাড়িতে।

আরও জানা যাচ্ছে, প্রোটোকল অনুযায়ী রাতে “গার্ড অফ অনার” দেওয়া যায়না। সেই রীতি মেনেই সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে আগামীকাল সম্মান জানানো হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর শহিদের শেষকৃত্য সম্পন্ন হবে। তাই আজ সারারাত তাঁর মরদেহ থাকবে পানাগড় বেসক্যাম্পে থাকবে। সকালে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version