Sunday, November 23, 2025

চীনের আগ্রাসন নিয়ে উদাসীন মোদি, প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিক্ষোভ শিবসেনার

Date:

করোনা আবহের মধ্যেই লাদাখ সীমান্তে হঠাৎ চীনা আগ্রাসন। দুই পক্ষের সংঘর্ষে নির্মমভাবে মৃত্যু নিরস্ত্র একঝাঁক ভারতীয় সেনা জওয়ান। এই বর্বরোচিত ঘটনায় শহিদ হয়েছেন ২০ জন বীর ভারতীয় জওয়ান। এরপর থেকেই ক্ষোভের আগুনে পুড়ছে সমগ্র দেশ। ভারতের বিভিন্ন প্রান্তে ক্ষোভে ফুঁসছে দেশবাসী।

পাশাপাশি, রাজনৈতিক দলগুলিও চীনের এই কাপুরুষোচিত আগ্রাসনের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ দেখাতে শুরু করেছে। শহরের বিভিন্ন জায়গায় চাইনিজ দ্রব্য বর্জনের পক্ষে বিক্ষোভ দেখানো হয়। এবং চীনা কনস্যুলেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে রাজনৈতিক দলগুলি।

 

একইভাবে শিবসেনার পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আজ, বৃহস্পতিবার চীন কনস্যুলেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। শিবসেনার রাজ্য সাধারণ সম্পাদক অশোক সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, ” চীন যেভাবে আমাদের নিরস্ত্র সেনার উপর আক্রমণ করেছে। ও নির্মমভাবে তাঁদের হত্যা করেছে তার তীব্র প্রতিবাদ জানাই। এই ঘটনার পরও আমাদের কেন্দ্রীয় সরকার উদাসীন। তারা বিষয়টিকে হালকাভাবে নিয়েছে। তারও প্রতিবাদ জানাই। গত তিনমাস ধরে চীনের এমন আগ্রাসনের খবর বিভিন্ন পত্র-পত্রিকায় উঠে আসার পরও বিষয়টিকে গুরুত্ব দেয়নি কেন্দ্র। ব্যবস্থা নেয়নি সীমান্ত সুরক্ষা নিয়ে। অরুণাচল থেকে কাশ্মীর, সমস্ত জায়গা বিদেশিরা দখল করেছে। ভারত সরকার চুপ। বালাকোট হবে না চায়নাকোট হবে জানি না। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে”

বিক্ষোভের পাশাপাশি এদিন শিবসেনার পক্ষ থেকে একটি চাইনিজ মোবাইল ভেঙে-পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ দেখায়।

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...
Exit mobile version